এই দিনটিতে শুরু আমার
জীবন চলার দিন,
চলতে -চলতে এই পৃথিবীতে,
এতো হয়েছি ঋণ।

ঋণের বোঝা মাথায় নিয়ে
ঘুরছি বারে -বারে,
কোনো সমাধান কি খুঁজি আমি?
কেমনে দেবো তারে।

যাদের আত্ম -ত্যাগে আমি
হয়েছি এতো বড়!
দায়িত্বো শেষে এখন তাঁরা,
কোথায় সরে গেল।

যাদের জন্য বেঁচে আছি আমি
এই বসুন্ধরায় আজ,
সূর্য, প্রকৃতি,পানি, বাতাস,
আরও কত না গাছ।

সকল ঋনে,ঋণিতো আমি
চিনতে পারিনি আমায়,
ঋনের ভেলাতে ভাসছি আমি
দিন বদলানোর আশায়।




লেখার তারিখঃ 10/02/2007