আঁখি ঝরে না
তবুও রক্ত পরে,
গা জ্বলে না
তবুও মন পুরে,
হ্দয় হাসে না
তবুও বদন হাসে
তোমার একনিষ্ঠ স্বার্থপরতা
আমাকে ভাবিয়ে তুলে,
মোমের পুতুল নই
তবুও মোম ভেবে জ্বালিয়ে দাও
গলে যাওয়া অংশ দিয়ে আয়উটাকে বারিয়ে নাও
তোমার প্রতিবাধে বারণ
সাম্য বারণ,
কারণ জানতে নেই
করছো বারণ
আমার আখি ঝরে না
তবুও রক্ত পরে,
গা জ্বলে না
তবুও মন পুরে,
হ্দয় হাসে না
তবুও বদন হাসে
তোমার একনিষ্ঠ স্বার্থপরতা
আমাকে ভাবিয়ে তুলে,