রংচটা আঁকিবুঁকি ঘুর জুড়ে,
যেন মৃতদের এপিটাফ!
চোখ বুজে সবই দেখে;
পরে থাকা পুরোনো চশমার খাপ।

এই শহরে, সর্দি বুড়ো আসে প্রতিবার-
ঠান্ডা নয়, একাকীত্বে কাঁপো ঠকঠক।
সুখের মুখোশ সেঁটে দিয়ে গালে,
চোখ দিয়ে পান করো হেমলক।