ইদানিং গভীর রাতে ঘুম ভেঙ্গে যায়
স্বপ্নের আনা গোনায় মধ্যরাত অবধি
ঘুমটাও বুঝি সুবিধা করতে পারেনা।
স্বপ্নেরা খুব বেশি জ্বালাতন করে,
পরিচিত মুখ, কিছু ভয়ংকর দৃশ্য,
কিছু রোমান্টিকতা কিংবা পেছনে
বিষাক্ত সর্প আমি দৌঁড়াচ্ছি।

মাঝে মাঝে ভুলে যাই
আমি স্বপ্নের জগতে আছি,
হয়ত বাস্তবতার জলে ডুবন্ত
কোন উর্বশী মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছি;
অথচ স্বপ্ন ভঙ্গ হলেই সব অলীক।

ইদানিং মনের কোন গতিবিধিও বুঝতে পারিনা,
এদিক যায় ওদিক যায়, এটা ভাবে তো ওটা ভাবে,
স্বাধীনতার যেন কোন কমতি নেই;
মনের স্বাধীনতা ইদানিং খুব বেশি বেড়ে গেছে।

একটা চোখের চাহনীতে গভীরে চলে যাওয়া
যা একটি মানুষের আমূল পরিবর্তন,
এটা কেউ বুঝে আবার কেউ শত চেষ্টাতেও বুঝে না,
পরিবর্তনের কারণ কেউ খোঁজে কেউ খোঁজেনা;
কিন্তু মনের গতিবিধি তার ইচ্ছে মতো ঠিকই চলে।

ইদানিং খুব বেশি একাকিত্ব অনুভব হয়,
কোন কিছু না পেয়েই হারানোর একাকিত্ব
খুব বেশি যন্ত্রনা দেয়,
মনের স্বাধীনতা ধমিয়ে রাখা যায় না,
সামান্য পথ ভুলে,
কঠিন বাস্তবতায় পাওয়া না পাওয়ার হিসেব ভুলে
সব কিছুকেই মেনে নিতে হয়।