তুমি এসো ...
আরো আকূলতা নিয়ে ক্ষণিকের দাহে
মুক্ত হয়ে ঝ’রো বৃষ্টির ফোটায়।
তুমি এসো...
এসে মেলে ধ’রো উন্মুক্ত নীল আকাশ
ছায়া দিও পান্থ তরুর পল্লবরাজী হয়ে;
নিস্তরঙ্গ বক্ষে ছুঁইয়ো প্রশান্তির চুম্বন,
আলতো করে না হয় কিছু বিস্মরণ।
তুমি এসো, বার বার এসো
পথপ্রান্তে উজাড় ক’রে রেখে যেয়ো
যা কিছু অকিঞ্চিৎকর।