হয়তো তুমি ফিরে আসবে, ভালবাসবে আবার
ভুলে দ্বন্দ, নিরানন্দ, ভেঙ্গে বাঁধ।
হয়তো তুমি চোখ মেলবে, চেয়ে দেখবে প্রতিপল
বুকে উচ্ছাস আঁধি-আঁধার টলোমল।
হয়তো তুমি বলবে, কথা কুড়োবে দিনভর
এলোমেলো সব কথা বয়ে যাবে একাকার
হয়তো তুমি হাত বাড়িয়ে, সব ভুলে গিয়ে কিছু খুঁজবে
চেনা রাস্তায় হেঁটে খুঁজে পাবে স্মৃতি অতীতের।
তুমি ক্ষণিকের তরে দাঁড়াবে শুধু একবার,
খোলা আকাশের নীচে উন্মীলিত ক’রে নিজেকে;
চেয়ে দেখবে আকাশের বুকে নীল রঙ,
বুকে ঘন ঢেউ, চোখে জোয়ার ছলোছল।
© অবন্তিকা সরকার, ২০১৫ (১৫ই জুলাই, ২০১৫)