হাজার হাজার মানুষ ভিড় করে-
দেখতে বিচিত্র দেশে আজব যাদুর খেলা,
হবে নাকি গণতন্ত্রের পতন;
তারপর নতুন রাজার জেগে ওঠার পালা I
গুরুগম্ভীর মহড়ার ভেরী বাজে,
জাদুকরেদের উত্কন্ঠিত ঘোরাফেরা;
কে যে প্রথম করবে বাজিমাত!
জেগে উঠবে নতুন রাজার খেলা।
ঘড়ির কাঁটা এগিয়ে চলে দ্রুত,
সম্মূখে এসে হাজির হয় সে প্রহর;
এবার বুঝি অপেক্ষার অবসান
জাদুর খেলায় থমকে যাবে শহর।
মঞ্চে আসীন সম্ভাব্য রাজার দল
মন্ত্রী সান্ত্রী কূটনীতি বেষ্টিত;
অট্টহাসিতে বিলায় আগাম বিজয়,
জাদুকর সব হ’ল একত্র।
অগুন্তি চোখ তাকিয়ে মস্ত ঝোলায়,
চলে দাঁড়ি পাল্লায় মানুষের ভার মাপা,
মানবাধিকারের টুঁটি চেপে ধ’রে-
দিছে ভ’রে ঝুলির মধ্যে চাপা।
ন্যায় নীতি সব বস্তা বন্দী হ’ল,
সুবিচার দলামুচো;
বাক্সো ভ’রে জঞ্জালে পায়ে স্থান-
এবার গণতন্ত্রের পতন শুরু হল।
বিচিত্র সে দেশে, সে এক বিচিত্র যাদু হয়,
জাদুকরের হাতের খেলায় কিনা মানুষের পরাজয় !
পায়ের তলার মাটি,
কাঁপে মানুষের হাহাকারে-
এক নায়কের বাহুবলে, গণতন্ত্র চাপা প’ড়ে মরে I
© অবন্তিকা সরকার, ২০১৫ (১৯শে মার্চ ,২০১৫)