আজ আর কোনো কল্পনার ছবি নয়,
আগন্তুক এলো নিজেই, তাই স্পর্শ করে যায় অতনু
অনুভবে, দেহে তরঙ্গোচ্ছাস;
পয়োধরার বক্ষমাঝে আগন্তুকের গোলাপগোত্র কপোল
সে কামনা করে-ভালবাসা দাও, দাও আরো ভালবাসা
তোমার সিক্ত অধরে হোক তার নবজন্ম
সমস্ত ব্যাথায়, যন্ত্রনায়, অন্তর্দাহে শয্যা দিও তাকে
দিও তোমার রক্ত কণিকায় তাকে একটু মাত্র আশ্রয়
সর্বচক্ষের আড়ালে রেখো তাকে অকলঙ্কি অদিতি ক’রে ।
© অবন্তিকা সরকার ২০১৬ (সোমবার ৪-১-২০১৬)