আরো একটা রাত নিঃশব্দে কেটে যায়, আরো দূরে চলে যাও তুমি।
অস্পষ্ট হয় তোমার অস্তিত্ব, ঝাপসা হয় তোমার ছবি।
তুমি পড়ে থাকো আমার অ্যালবামে, স্মৃতির কোলাজে।
তুমি কি এখনো রঙ দিয়ে ছবি আঁক? তুমি কি এখনো আমায় মনে রাখ?
রাতের হাওয়া উড়িয়ে নিয়ে আসে তোমার চিরকুট।
ভালবাসা হার মানে না দূরত্ব, সময়ের কাছে,
বয়ে চলে নিরন্তর আমার শরীরের মাঝে।
শুকনো গোলাপের পাপড়িতে ফুটে ওঠে তোমার অস্তিত্ব,
নিয়ে যায় আমায় অতীতে,
তারপর একাকীত্বের সাথে হয় চারিদিক নিস্তব্দ,
চোখ বুজে অনুভব করি তোমার নিঃশ্বাসের শব্দ।