ঠিক কতটা গভীর জানি না তবু,
একটু একটু করে খুঁড়ে চলেছি আমি।
ঠিক কতটা সময় জানি না তবু,
অপেক্ষায় আছি অন্তিম অন্ধকারের।
শুকনো পাতাও ফুলে ঢেকেছি নিজেকে,
দেখেছি কোন এক মৃত রূপালী মাছের চোখে নদীর জল।
প্রতিনিয়ত রক্ত ক্ষরিত হচ্ছে মস্তিষ্কে,
মুহূর্তে বদলে যাচ্ছে সম্পর্ক।
কালো রাত্রি আমায় ইশারা করে,
স্বপ্নের চরিত্ররা আমায় কানে কানে বলে যায়,
মূর্ছিত ফুল দিয়ে কি আর ভালোবাসা প্রকাশ করা যায়?
জীবনের পরাজয় যদি মৃত্যু হয়,
তবে সেই পরাজয়ে ঠিক কতটা কষ্ট হয় ?