তুমি কি আমার হতে
হারাবে না কভু?
কত হারিয়েছি আমি,পেয়েছি কত নতুন কিছু
তবে হারাও নিতো তুমি, রয়ে ছ আমার পিছু।
কত শত আন্দোলনে, দিলাম কত রক্ত
তবুও অনেক কুলাঙ্গার, এখনো তোমার ভক্ত।
আন্দোলন করলাম ৪৭ এ
তুমি রয়ে গেলে আমার মাঝে।
৫২ তে হারালাম রফিক, জব্বার, বরকত কে
তবে মেটাতে পারতাম না তোমাকে
৭১ এ দিলাম এিশ লক্ষ
তুমি হও নি তবু জব্দ
সম্ভ্রম দিলাম আমি লক্ষাধিক
জন্মেছ তুমি আরো অধিক।
অবশেষে ২৪ এ দিলাম সাইদ,মুগ্ধ
ভেবেছি এবার তুমি জব্দ ।
তবে আমার ভাবনাকে ভুল প্রমাণিত করে
চলে এলে তুমি আবার আমার বুকে
হে আমিই বাংলাদেশ!!
যার গিঁটে গিঁটে রয়েছে তুমারই রেশ।
যদি আমি এবার জিজ্ঞাসি তোমাই
এত দূর তুমি এলে কোন প্রেরনাই?
তবে হয়তো বলবে তুমি:-
আসতে চাইনি আমি তুমার বুকে
তোমারই কিছু সন্তান এনেছে আমাকে।
মুক্তি যদি পেতে চাও আমার হতে
দূর কর তাদের তুমি তোমার হতে
ক্ষমতা পেয়ে যারা নির্যাতন করে
গরিব-দুখী দের সাথে।
দুর্বল বলে যারা জুলুম করে।
বিতাড়িত কর তাদের বাংলা হতে।
আমি বাংলাদেশ,
বলছি আমার মধ্যে জন্ম নেওয়া সন্তান তুমাই
বজ্র কণ্ঠে আওয়াজ তুল,অস্ত্র হাতে জেগে ওঠ,
কোথায় চেঙ্গিস, কোথায় শের খান, কোথায় তুমি বীর্যবান্,
জখম কর তুমি তাদের,যারা আমার বুকে বসে
আমাকেই করছে ধ্বংস।
অসংখ্য আন্দোলন ও অগণিত প্রাণের বিনিময়ে
সৃষ্টি হয়েছি আমি,
তাদেরই জন্ম কিছু কুলাঙ্গারের দরুন
আবার অস্ত যাচ্ছি আমি।
যদি বাংলার সু-সন্তান হও, তবে আওয়াজ তুল আজি,
যাদের আছে নৈতিকতা হারা সেই নীতি ,
যারা জুলুম অন্যায়ের সাথে করে প্রীতি ,
তাদের তুমি বল,
এই বাংলায় ঠাঁই হবে না,
অন্য পথ দেখ।।
যদি তবুও গরম করে তোমার মাথা,
অতীতের মতো এবারও
দাও তাদের বাঘের থাবা।।