ভয় কেন তোর? স্বার্থপর
আমি কি তোর ছিলেম পর?
ঘর বেঁধেছিছ সুখের ও ঘর
সাহস কি আর ভাংব সে ঘর?
মনে আছে? কত বছর
দেখি না ঐ মুখ খানি তোর!
অন্ধকার এই মনের শহর
শুধু অপেক্ষাতে কাটে প্রহর।
ভয় কেন তোর? বলতে কথা
হতাম না হয় শুধুই শ্রোতা
রয়েছিছ থাক যেমন সেথা
আমার আমি আছি যেথা।
অন্তরেতে বসত যে তোর
থাকবি জীবন ভর
ভয় নেই আছি, রইব দূরে
আপন হয়ে পর।