ঐ যে দাঁড়িয়ে তুমি
স্পষ্টই দৃশ্যমান।
কতবার ডাকলো সে ।
অথচ শুনলে না।
একবার তাকালেও না।
চিৎকারে
আকাশ বাতাস কাঁপিয়ে
ডাকলো তোমায়।
তুমি শুনলে না
একবার তাকালেও না।
নাম ধরে ডাকলো
কতবার ডাকলো
ইশারা করল। অথচ
একবারও শুনলে না
ফিরেও তাকালে না।
ভালোবাসার ঢিল ছুড়তেই
পরখ করে বুঝে নিলে
কাছে ডাকলে
সোহাগ করলে
আদর দিলে
একমুঠো প্রেমও দিলে।
চোখের আড়াল হতেই
আবার উড়াল দিলে
মগডালে গিয়ে বসলে
সেখানেই সুখের নীড় বাঁধলে
তার স্মৃতি সব ভুলেই গেলে।
ঐ যে দাঁড়িয়ে তুমি।
আজও স্পষ্ট দৃশ্যমান
এখন ডাকলে তোমায়
হাসো পুষ্পের হাসি। ভাব
সে এখন তোমার কাছে
খাবার পঁচা বাসি।
যদি ভূল করে
কাছে এসে
ভালবাসার সুরে ডাকে
ফিরিও না তারে
সুখ না পারো
দুঃখ দিও একরাশি।
…......................
মিরপুর, ঢাকা
10.09.2017 23.07pm