তোমার কোন প্রত্যাশা নেই
জানি।
তবুও আমি আসবো
কুয়াশার চাদর মুড়ে
কনকনে এক শীতের ভোরে।
দেখবো তোমায় চুপটি করে
একটু দূরে
বাগানের ঐ গাছের আড়ে।
যদি দৃষ্টি পড়ে, হঠাৎ করে
থরথরিয়ে যাবই মরে।
ভাববে তুমি এতো ভোরে
ঐ দাড়িয়ে কোন পাগলে?
হোথায় বসে সে কি করে?
ভাবছো আমি পালাবো দৌড়ে?
আরে না!
এই সুযোগে দেখবো তোরে
প্রানটি ভরে, উজার করে।