তখন আমি কিশোর মাত্র
সেই থেকে মোর প্রেম চিত্ত,
ছিলাম তখন দশম ছাত্র
সেই থেকে মন তোমায় মত্ত।
তোমার নামের প্রথম অক্ষর
করতাম খোঁদাই যত্রতত্র,
বাড়ির সামনে হুদাই চক্কর
সেই থেকে ভাব লেখা পত্র।
কিশোর থেকে যৌবনে পা
সেই থেকে প্রেম বলল যে হ্যাঁ,
দু দিন পরেই আসল বাঁধা
সেই থেকে মন বিরহ গাঁথা।
এ যে গল্প আমার সত্যি বলা
সেই থেকে মোর একলা চলা।