ঘুমাও তুমি বাপু
স্বর্গের সুমিষ্ট বাতাস লাগুক তোমার গায়।
কোনদিন আর জাগাবোনা যেন
ডাকবোনা খেলি আয়।
বিধাতার খুব প্রিয় বলে তুমি
ডাক দিয়েছেন তোমায়।
আমরাও যাব সকল বন্ধু স্বজন
যখন হবে যার সময়।
পরপারে দেখা হবে বন্ধু
দাড়িয়ে থেকো জান্নাতের দরজায়।
হে আল্লাহ রহমানের রহিম তুমি
মার্যনা কোরো দিও স্থান
তোমার আরশের ছায়ায়।
,,,,,,,,, এই কবিতাটি আমার প্রিয় বন্ধু আলম এর স্মরণে। গত বছর অক্টোবরে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে ইনতেকাল করেছেন।