পৃথিবীর খুব স্বল্প সংখ্যক মানুষের দ'লে আমি।
যাদের চাওয়াটা নেহায়েতই খুব অল্প হলেও
সভ্যতার আড়ালেই রয়ে যায় তাদের গল্পটা
কখনোই পাওয়া হয় না জীবনের চাওয়াটা।
বেঁচে থাকার প্রতিটি মুহূর্ত তাদের দুর্বিষহ
দুঃসহ যন্ত্রণায় নিরুপায় শুধু কাতরায়
অথৈই মহাসমুদ্রে হাবুডুবু ম'রে সাতরায়।
ব্যতিক্রম বলেই অনতিক্রম রয়ে যায় পথ
মাঝ দুপুরেই থমকে যায় গতি রথ
দাবানলে পুড়ে যায় জীবনের শপথ।
সূর্যের হাসিটা ডুবে যায় বেলা ডোবার আগেই
শুধু ভালো বাসাটা জেগে রয় অনুরাগে
বেঁচে রয় প্রেম বিশ্বাসে বড় আবেগে।
মিরপুর..... ০১.০৪.২০২০