উদরে আমার প্রচন্ড ক্ষুধা
তাই পথে ঘাটে যা পাই আমি খাই
আমি উচ্ছিষ্ঠ কুড়িয়ে যত ঝুঁটা
আমার ক্ষুধার আগুন নিভাই।
গলদে আমার প্রচন্ড তেষ্টা, তাই
ছটফট বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা।
শুধু এই প্রাণ টার জন্যই
আমি নির্লজ্জ হই, দু হাত বাড়াই
একমুঠো খাবার চাই।
আমি উম্মাদের মতো চিল্লাই, আর
অবসন্ন দেহে রাস্তার মোড়ে
দৌড়ে তোমাদের কাছে যাই
আমি খাদ্য চাই, আমি বাঁচতে চাই।
আমি হয়তো মানুষ নই
তাই মৌলিক আমার চাওয়া নাই,
আমি ফুটপাথ কিংবা ডাস্টবিনের পাশে
যখন যেখানে ইচ্ছা রাত কাটাই
আমি ময়লা দুর্গন্ধের মাঝে নিশ্চিন্তে ঘুমাই।
আমি হয়তো বোধহীন এক নির্বোধ
তাই পথের ধুলিকণা সর্বাঙ্গে মাখাই
আমি জীর্ণবস্ত্রে মোর লজ্জাটুকু জড়াই।
আমি গ্রীষ্মের খরতাপে পোড়া ভস্ম
আমি পৌষ এর রাত জাগা থর কম্প।
আমি হয়তো পাগল বলেই
অঝোর বৃষ্টিতে ভিঁজি বটতলায়,
অসহ্য যন্ত্রণায় মরি কাতরায়
প্রচন্ড জ্বরের তাপমাত্রায়,
আমি বেঁচে ফিরি সে যাত্রায়।
আমি আবার বাঁচি,
বারবার বেঁচে ফিরি মৃত্যুর যাত্রায়।।