আমি সীমানা খুঁজি
নিজের ভস্ম গ্রাম পেড়িয়ে
ইট পাথরের শহর পেড়িয়ে
জঙ্গলের মাঝে পথ হারিয়ে
উঁচু নিচু পাহাড় পেড়িয়ে
ক্লান্ত দেহে নাফের তীরে
কাঁটা তারের বেড়া খুঁজি।
পেছনে আমার কান্নার স্বর
সব হারিয়ে ছেড়েছি ঘর।
উঠানে বোনের পড়নের কাপড়
বউয়ের বুকে হায়েনার আঁচড়
সন্তানের মুখে বিদ্ধ বুলেট
পিতার কাঁধে চার্জ বেয়োনেট
ফিনকি দিয়ে তাজা রক্ত
হাত পা তাহার বাঁধা শক্ত
শয়তানের দল হাসে দেখ
মানুষ জবাইয়ে নেশায় মত্ত।
কোথায় আজি মানবতা
শুনছনাকি কাতরতা?
অনেক হয়েছে ঘুম, জাগো
পাশে দাঁড়াও, দেখাও উদারতা।
যদি নাই পার রুখতে হানাদারে
বাঁচাও মোদের যারা আছি অনাহারে।
নতুন জীবন খূঁজি কাঁটাতারের ঐ পারে।
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।