যদি ক্লান্তি আসে
যদি মন কাঁদে
সেই খানে যেও তুমি
চুপটি করে বোসো এক ধারে।
তারপর
বিষন্ন হাওয়ার দোলায়
হারানো সুর তুলো বেহালায়।
দেখবে নিমিষেই
দিগন্তে মত্ত ঝাপটায়
কেহ তারে নাহি পারে আটকায়
বিজয়ের ঝাণ্ডা উড়ায়ে বায়
দুরন্ত বীরের সজ্জায়
উদ্দাম ঝড়ে
সব বাঁধা ছিঁড়ে
আসবে সে ফিরে।
রেখো তায় আপন করে
সযতনে হৃদয়ের গভীরে।।

মিরপুর, ঢাকা, বাংলাদেশ।