গরীবের আবার বায়না
যার নুন আনতে পান্তা ফুরায়,
অভাবই পূরণ হয় না।
সেই কবে ধরেছে বায়না
ছেলের সামান্য কিছু খেলনা, তবু
হয় হয় করি আর হয় না।
মেয়ে, পুতুল ছাড়া কিছু চায় না
খুচরা জমানো কিছু সঞ্চয়
কয়েন গুনিয়া দেখি আর হয় না।
বউয়ের আবদার একটা গয়না
এক যুগ হলো, আজও দিচ্ছি তারে
দেই দেই অথচ দেয়া হয় না।
স্বজনেরা কখনো চায় না, তবু
নিজের বিবেকে মরি প্রশ্ন করি
কিছু দেয়া কি আমার দায় না?
সবাই ভাবে ভালোই চাকরি
অনেক টাকা মায়না,
কেউ বলে কিপ্টা, জমাই শুধু
কাউকে কিছু দেই না।
কেমনে বুঝাই আইজুদ্দি আমি
বড় কষ্টে আছি ভাই,
সামান্য কিছু আবদার দাবি, তবু
মেটানোর সাধ্য নাই।।