আজ
থাক না ভালোবাসা বাসি
থাকনা কাছে আসা আসি
যেমনি আছি তেমনি থাকি
কষ্ট কেন পাব শুধু মিছি।
আজ
কি হবে আর এ রূপ হেরিয়া
হেথা যৌবন সুধা পাবেনা খুঁজিয়া।
শঙ্কিত শরমটুকু থাকনা লুকায়ে
পরপারেই দেব সব দেনা চুকায়ে।
আজ
কি হবে আর স্বপ্ন দেখিয়া
রেখোনা রাগ দুঃখ পুষিয়া।
সময়ের স্রোতে স্মৃতি যায় মুছে যাক
ভালোবাসাটুকু হৃদয়ের মাঝে থাক।
আজ
কি হবে আর নীরবে কাঁদিয়া
সমুখে তাকাও নয়ন মুদিয়া।
কবিতার পংতিগুলো যায় মুছে যাক
হৃদয়ে তোমার আমি আছি বেশ, থাক।
সুরক্ষিত থাক।।
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।