উদ্ভ্রান্তের মতো ঘুরছে যত্র তত্র
পরিশ্রান্ত ঘর্মাক্ত বড়ই ক্লান্ত, তবুও
হয়না ক্ষান্ত, যাত্রা রথ চলন্ত
অনাদি অনন্ত
হয় না দিকভ্রান্ত।
করেনা বা কারো দাসত্ব।।
সার্টিফিকেটের ভারে জর্জরিত
স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব ।
নানা কোর্স অবিরত
তবুও মেলেনা চাকরি কাঙ্খিত
এক দুই তিন বছরের পর বছর
চেষ্টায় অবিরত
একে একে সব করে রপ্ত
হয়না কভু ক্ষান্ত। তবু
পায়না দেখা আশার সীমান্ত।
এত কষ্ট জীবন ওষ্ঠাগত। তবু
হয়না পথ ভ্রষ্ট বা নেশায় মত্ত
প্ররোচনা প্রলোভনে বিকায় না স্বত্ব
আমরা মানুষ তারাও যে সত্য
রক্তে মাংসে সৃষ্ট সব ঠিকঠাক দৈর্ঘ্য প্রস্থ
খায় বা না খায় তারা যে বেকার
এটাই চির সত্য।।
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।