স্মৃতির টানে এখনও যাই
কল্পনায় নহে বলি
সত্যি সত্যিই আমি যাই,
আমি যাই ভেবে, যদি পাই
তোমার দেখা পাই !
আমি যাই ভালোবাসার মায়ায়
যাই বার বার ছুটে যাই,
খুঁজি প্রেম, হারায়েছি যেথায়।
জানি নাই, তবুও যাই
শত বাঁধা পেড়িয়ে উতরাই
আমি হন্যে খুঁজিয়া বেড়াই !
আমি যাই। আমি
বিজ্ঞান- কলা, দুতলা-তেতলা
হাজারো সিঁড়ি বাই
দেখি নাই তুমি নাই
কোথাও না খুঁজি পাই।
আমি যাই তব অনুষদে যাই
কতজনে শুধাই,
আমি কাউরে না আর ডরাই
সাহসী প্রেম আমি সেই
কমন রুমের পাশে দাঁড়াই।
অপেক্ষায়......
ক্লাস শেষের প্রতিক্ষায়,
থরথর বুক কল্পনায়, যদি
নয়নে নয়ন পড়িয়া যায় !
অস্থিরতায় কাটে ক্ষন উম্মাদনায়।
এখনও যাই, সেথা যাই
সেই দুব ঘাসে হাত বুলাই
আমি সমুখ মাঠ স্মরিয়া স্মৃতি
নীরবে দুঃখ পোহাই।
আমি যাই সেথা যাই
যেথা শেষ দেখা, শেষ কথা
বলেছিনু বিদায়, হে বন্ধু বিদায়।।