সব শেষ হয়ে গেছে
আমি কবিতা লিখতে লিখতে
সব শেষ হয়ে গেছে।
নষ্ট হয়ে গেছে গাঁদা ফুলের বিছানো উঠান
ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, মহাপৃথিবী।
নাশ হয়ে গেছে সকল কল্পিত বই-বিন্যাস
শেষ হয়ে গেছে বাঁশির সুর
পুড়ে গেছে সকল কান্না, সকল হাসি।
এক গাদা কাগজে সকল বার্তা
কোন এক মৌমাছি দিয়ে গেছে,
সকাল বেলা ডাক পিয়নের মত কতক গুলি চাতক
সবার দ্বারে দ্বারে সেই বার্তা রেখে গেল
তাতে লেখা,
'সব মৃত্যুর অবসান ঘটল আজ'।
মানুষ সবুজ কে যা দিয়ে গেছে
সবুজ মানুষকে তা থেকে আর বাঁচাতে পারল না।
নীল নদ আজ অশ্রুজলে পাতার রঙ ধরেছে।
হায়!আমি কবিতা লিখতে লিখতে
সব শেষ হয়ে গেছে।