দিস্তা দিস্তা কাগজ,
শতবর্ষ ধরে
যেসব কবিতা ব্যক্ত করে আসছে;

লিটার লিটার রক্ত,
শত বর্ষ ধরে
যেসব হাসি ব্যাঙ্গ করে আসছে;

তার শেষ ঘটুক,
নিমতলায়।

শতবর্ষ পরে,
আমার দেহের ভারে
নুইয়ে পরবে বট চারা
তাকিয়ে দেখবে
আমার বাড়ির ছাঁদে
নিমতলা।