একটি রঙিন ঘরে,
ঘরটির চেয়ে রঙিন আর কিছু নেই যেন
লাল পর্দা
সবুজ আলো
হলুদ আলো
গোলাপী স্মৃতি
নীল গল্প
নীল রাত
সাদা মেঝে
সাদা চাঁদ
বেগুনী কথা
বেগুনী বার্তা।
খেলা
কল্পনা
মন খুলে শ্বাস নেয়া
দম বন্ধ হয়ে যাওয়া
কাঁচের আয়না
বিচ্ছেদ
বিরহ
ভূতের ভয়
দেয়াল থেকে খসে পরা
হৃদয়ের ক্ষয়
ক্ষতের নিচে ধুসর সিমেন্ট
হৃদয়ের ভেতর আঁধার
কান্না-রাগ
কান্নার ভেতর মৃত্যু
কান্নার ভেতর আঁধার
প্রেম মরে গেছে প্রেমের পাশে
প্রেমের শবদেহ তুলে নিচ্ছে প্রেম নিজে
ক্রোধের বিষে দাহ্য প্রেম
তার ভেতর আবার সবুজ আলো
হলুদ আলো
লাল পর্দা
সাদা মেঝে
নীল স্মৃতি
রঙিন আঁধার
রবীন্দ্রসঙ্গীত।