আমার চোখের সামনে,
একটি বিরাট যুদ্ধ ঘটে গেল
দুটি মেঘ মিলে
সূর্যাস্তের পূর্বে
তৃতীয় মেঘ টিকে হত্যা করল
আমার চোখের সামনে,
একটি প্রকাণ্ড মৌসুম
সেই যুদ্ধের ছবি আঁকতে লাগল
আমি কিছুই দেখি নি।

আমার চোখের সামনে,
তোমার চিহ্ন পাল্টে গেল
তোমার ভাষা পাল্টে গেল
লাল পর্দা,
হলুদ আলো দেয়া বন্ধ করে দিল
আমার চোখের সামনে,
'আমায়' ভেঙ্গে
তুমি বেড়ে উঠলে
আমি কিছুই দেখি নি।