আমি আমাকে সাজাতে গিয়ে
ছিঁড়ে ফেলি বাহ্যিক বন্ধনগুলো
অথচ মানুষের জন্য এসেছিলাম।
এমন সাজে সেজেছি ইদানীং
ঢেকে গেছে মানবিক সমস্ত মুখাবয়ব।
এ জগতে চিৎকার করে যত বলি
মানুষের জন্য আদ্যোপান্ত আমি
অহেতুক, ভুল বলে নিজেকে ঢাকি
কিছুই তো দেইনি, কিছুই রাখিনি আমি।
স্বার্থপর চেহারায় প্রশ্নের স্পষ্ট দাগ
সত্যিই কি এ জগতে মানুষের জন্য আমি?