তোমার নির্ভুল চিবুক ছুঁয়ে যে নীল আকাশ  
সেখানেই ওড়ে আমার ভেতরের স্বপ্নগুলো  
ওগুলোও ভীষণ রঙিন, ভীষণ রকম অবাধ্য  
আমিও লাগাম ছেড়ে উড়তে থাকি ক্রমাগত।  

তোমার মেঘলা চুলের কারুকাজে খচিত হয়  
আমার কবিতার অসংখ্য ট্রয়, রোম, বার্লিন  
সেখানেও তুমুল হইচই ভালোবাসার দৌরাত্ম্য  
ওখানে তুমিই রানি হেলেন অথবা এলিজাবেথ।  

পিথাগোরাসের নির্ভুল অঙ্কের মতো নিখুঁত তুমি  
তোমাকে ভালোবাসার জন্য পাগল স্বৈরাচারেও  
অথবা দামাল রাখাল থেকে শুরু করে বৃদ্ধজন  
অথচ তুমি শুধুই আমার প্রিয় সুবিস্তীর্ণ আকাশ।