একদিন এই কোলাহল ছেড়ে  
একে একে যারা চলে যায়  
তারা কোথায় হারায়?  
ফিরে আসে না কেন
পথভোলা পথিকের মতো?  
ফেরার পথ নেই কি সেই অসীমে
যেখানে স্থির বসে নক্ষত্ররাজ  
তামাশায় খেলে অনন্ত-খেলা?  
এই প্রশ্নের শুরু অথবা শেষে  
আমিও যদি সেই রাজ্যে হারাই
ফেরা কি হবে না আমরাও?  
অমোঘ নিয়ম রেখেছে যে অনন্ত?  
সে কোন পথ ও পথিকের গন্তব্য
যেখানে মিলে যায় বেবাক পথের গল্প?