এক বালিশ নিদ্রা চুরি হয় আমার প্রতি রাতে
চোরের পায়ের ছাপে দেখ স্পষ্ট গাঢ় নিকোটিন।
আমি যখন রাত জেগে জেগে কবিতা লেখি
চোর তখন নিজ শরীরে তৈলাক্ত তেল মাখে।
রাত গভীরে হানা দেয় সে ঘুমকাতুরে বাসরে
চুরি হয় প্রতিদিন এক একটি করে বালিশ।
কত রাত আমি চোরের উপদ্রব সয়ে গেছি
রাতের পর রাত কেটে গেছে চোখের জ্বালায়।
আজও আমি রাতের কালশিটে চাদরে
খুঁজে চলি আমার কাঙ্ক্ষিত শব্দের কবিতা।
শব্দ দেখি না, দেখি শুধু হতাশার জোনাকি
দেখি অট্ট হাসিতে মেতে ওঠা হুতুম পেঁচার ভেংচি।
আমি ঘুমাবো, কবিতা হবে না আমাকে দিয়ে
চোরকে ধরো, ঘুম ফিরিয়ে দাও, আমি ঘুমাবো।