আমার আকাশ জুড়ে যখন
তোমার বসবাস,
তোমার আকাশে চলছে তখন
অন্য কারো বাস।
আমার যখন নির্ঘুম রাত্রি
তোমার জন্য জেগে,
তুমি তখন অভ্যস্ত খুব
অন্য কাউকে ভেবে।
আমার সকাল বিকেল কাটে
তোমার ভাবনা ভেবে,
তার কি কখনও এমন হয় না
ব্যস্ততা পারাবার?
যদি কখনও এমন হয় তোমার
ভাববার ইচ্ছে হয়,
সেদিন যেন অনিচ্ছা তোমার
ইচ্ছার দণ্ড হয়!
চাইলেও যেন আর
না পাও খুঁজে
ভাবতে যাহাকে চাও,
সারা পৃথিবী খুঁজিও যেন
আর তার দেখা না পাও!