একটা মানুষ একলা আমার
তবুও কেমন ভীষণ একা!
একটা জীবন অন্ধকারে
চক্ষু খুলে হয়নি দেখা।
এমন কিছু দিন হয়ে যায়
রাত হয়ে যায় চোখের পলক
এমন কিছু গোপন কথা
বুকের ব্যথা সরল দোলক।
দলছে দুলুক হাওয়ায় হাওয়ায়
উড়ছে উড়ুক মেঘের ভাঁজে
খেলছে খেলুক ঢেউয়ে ঢেউয়ে
স্বপ্নে দেখা পঙ্খীরাজে।
আমিও জানি তুমিও জানো
দিন গুলো সব দমের ফানুশ,
হাওয়ায় হাওয়ায় ভেসে ভেসে
একলা আমার একটা মানুষ।