কালের সাক্ষী তুমি চারুলতা
সামান্য জাগ্রত স্মৃতি।
বেধে উঠা ফ্রেমের ছাচে রবে
আমার নীরব প্রীতি।
সুখে-দুখে রইবে মুত্যৃ অবধি
উদ্ধ মস্তক ছুয়ে।
আমায় শিখাবে, জীবন চলা
একটু পরশ দিয়ে।
প্রেম নিবেদন করে আমায়
দিবে যত আশা।
কেউ না দিলে, তুমিই দিবে
অ-গো চারুলতা।