খোদায়ী স্বাক্ষী,
আমি বলবো ----
অন্তর মেলে নেত্র খুলে
রবি-নজরুল-শেখের ভাষায় নয়,

আমি বলবো ----
কোরআনের ভাষায়, পরাণের ভাষায় লয়।

থাকতে পারে-আপনার কাছে সত্যের হাতছানি,
দু’চরণ বুকে চেপে ধরে সে কথা আমি মানী।

বলতে চাই- অনেক কথা শুনা,
হতে পারে-অসত্য গুনা।

ক্ষমা করো প্রভু আমায়-
সত্যের অনুসন্ধানে-- সে কথা শুনায়।

তবে আমি আয়নার আড়াল থেকে বলছি ----
হয়তো ভুল হতে পারে! খোদা চিন্তার কাছে!!
সঞ্জীবিত মনে পিপাসিত ধ্যান! মিথ্যার শেষ আছে!!

আপনাকে জানার ও মানার ----
সত্য-মিথ্যার ফুল-ফলহীন বৃক্ষের মূল্যায়নে,
পরাগধানী যেখানে মূল্যহীন সত্যের অন্বেষণে।

তবে ক্ষমা চেয়ে আপনার ব্যাখ্যাতা বলছি ----
সরল করণ হয়নি আপনার জাগা-- বেড়ে উঠা।
‘চাউর আছে” অনেকের কাছে----
অনুসন্ধানী চিত্তাকর্ষক সত্য গলাটা।

তবে শোনেন আপনার ভাষায় দু’টি কথা,
মিথ্যার সাথে সত্যকে নিন্দা- অচেতন অযথা।


ঐশী বাণী শূরা আল- হুজুর বিচার-বিশেষণে,
খতিয়ে দেখবেন! কালেকালে ধ্যানমগ্ন কোণ ক্ষণে।

বলতেই হলো,
জা তীর উদ্দেশ্যে বিবৃত একটি কথা ----

চাউর আছে ----
নিজের দোষ সন্ধ্যার সাজে নি শানে,
আদুর-পিণ্ড বিদুর ঘাড়ে অর্পণ-
অজানা অশনি মিথ্যা বসনে।

চাউর আছে ----
স্ব নিদ জাগরণে অসত্যের মাঝে,
অন্যের ছিদ্র অন্বেষণে।

চাউর আছে ----
নিজের ব্যর্থতা না মানার,
কৌশলে শ্রেষ্ঠত্ব আনার।

চাউর আছে ----
শৃঙ্খলা অঙ্গে নিজেকে টানার,
ছিদ্র অন্বেষণে ভালো কিছু না জানার।

চাউর আছে ----
কোন কাজে পূর্ণতা না আনার,
মিথ্যা শ্রেষ্ঠত্ব ধরে সিংহাসন টানার।

চাউর আছে ----
সত্যের খোঁজে মিথ্যার বেড়াজালে ডুবে যাবার,
রাতের অন্ধকারে চাঁদের আড়ালে চুকে থাকার।

চাউর আছে ----
নিজের যুক্তি দিয়ে অসত্য নির্দেশ,
সংঘবদ্ধ অনর্থক বাদবিসংবাদ মিথ্যা দরবেশ।

চাউর আছে ----
সত্য বলা লোকদের সত্য না শোনার,
ঈশ্বরী ইত্তিলা জানাজানি-না মানার।

চাউর আছে ----
ইবাদত বন্দেগী অবহেলার- ঈমান ছুটে যাবার,
সত্য কথা বলবো আমি-
একবার নয়,শত-সহস্রবার।

চাউর নয়,আমার কথা ----
খোদা সাক্ষী-হিসাব রক্ষক কারে বীন কাতে বীন,
ব্যয় করেছি নিজ শ্রম নিরপেক্ষ নিশিদিন।

চাউর নয়, আমার কথা ----
তবে সত্যের তরে,
দৃষ্টি ভ্রম, মতিভ্রম হইনি অন্যের করে।

চাউর নয়, ঈশ্বরের কথা ----
মিথ্যার বিপরীত কুরবানী ধারা,
সত্য উন্মোচন মুনাফা নয়,
এক আল্লাহ মানবে যারা।

চলবে....