এই 'মন' শুনো না!
             কিছু প্রশ্ন করি তোমায়?
                কী-ই এত ব্যস্ত তুমি?
             এতটুকুও হয় না সময়!?

              ভীষণ হাসালে আমায়,
   সত্যি বলছি হাসালে আমায় তুমি বন্ধু!

   কেন? আচ্ছা কেন হাসবো না বল দেখি?
       মিথ্যে এই দুনিয়া নিয়ে এত ব্যস্ত?
                   এতই তুমি অন্ধ!
একবার শুধু একবার মেলো চোখ তোমার,
                 জেগে ওঠো তুমি,
     খুলে দাও না তোমার ওই বদ্ধ দার।

  দেখবে তখন কেমন করে কেটে যায় ঘোর,
ঘুচে যায় দুনিয়ার খেল-তামাশার অন্ধকার!
  পানসে ঠেকবে তখন ধন-সম্পদ-ঐশ্বর্য্য,
  ভেঙ্গে চুরমার হবে মিথ্যে সব অহংকার।


কেমন হবে তখন বলোনা 'মন' তুমি আমায়,
থাকব না যখন আমি সুন্দর এই দুনিয়ায়?
  আচ্ছা,কেউ কি আমায় মনে রাখবে?
নামটা ধরে আদৌ কি কেউ আর ডাকবে ?

         হারিয়ে যাবো আমি তাই-না?
       অস্তিত্ব বিলীন হবে এই দেহটার,
পঁচে-গলে মাটির সাথে মিশে হবে একাকার!
কষ্ট লাগছে শুনতে? কি-সব বলছি তাই না?
          এসব কথা নিয়ে তো আমরা
               মাথা ঘামাতে চাই না।

          কোন সে এক রঙিন স্বপ্নে
        উপেক্ষিত আজ চরমসত্য,
       প্রত্যেক জীবিত প্রাণের জন্য
                অবধারিত 'মৃত্যু'।
    তবে কেন বল এই লুকোচুরি খেলা?
            মরিচীকার পেছন ছুটে
      বাস্তবতাকে করছো কেন হেলা?

" ইনজেকশন!ওরে বাবা কতবড় সূচ তার,
খুব ভয় লাগে আমার,প্রচুর ব্যথা-কষ্টকর।"

   'মন' তবে বলতে পারো কি তুমি আমায়,
কেমন কষ্ট হবে মোর অনন্তকালের যাত্রায়?
     কিভাবে আসবেন 'মালাকুল মউত'?
     খুব কি ভীতিকর? নাকি তাকে দেখে    
          প্রশান্তি পাবে আমার হৃদয়?

"হলুদ,কমলা,টিয়া? ইস্ কি ক্ষ্যাত কালার!
      ওসব কি আর আমার গায়ে মানায়?"
                   আচ্ছা,বিদায়বেলায়
        টুকরো খানেক রঙহীন বস্ত্র ছাড়া
     মিলবে কি এক চিলতে সুতোও আর,
                         চটকদার?    

  "আ...আ...ওইইটা কি? তেলাপোকা? ছি!
      কি বিচ্ছিরি, নোংরা আর ভয়ংকর!"
     আচ্ছা 'মন' তবে বলো না কেমন হবে,
          অন্ধকার ওই কবরটা আমার?
    সেথায় থাকবে কি আলো আমার জন্য?
নাকি থাকবে বিষাক্ত সাপ আর কীটপতঙ্গ?
                হবে কি খুব সংকীর্ণ?

  গ্রীষ্মের কাঠফাটা রোদ, প্রচন্ড তাপদাহে,
  অসহ্যকর গরমে যেন প্রাণ বেরিয়ে আসে।
তাই দেখ না কত উপায় একটু স্বস্তি পাবার,
            কোল্ড-ড্রিংকস, ঠান্ডা লাচ্ছি
        ফ্যান-এসি কিংবা এয়ার কুলার।

           বলতে পারো কি হাল হবে
                ঐ হাশরের মাঠে?
           রহমানের আরশের ছায়া
            থাকবে কি মোর সাথে?
          দয়াল নবীর(স:) সাথে কি
           আমার কভু দেখা হবে?
        তিনি কি আমায় দেবেন পানি
          'হাউযে কাওছার' থেকে?

'মন' তুমি কি দেবে আমায় একটু নিশ্চয়তা?
          বিচারদিনে ডানহাতে পাবো
               আমার আমলনামা?
  তাই যদি না পারো তবে বলো তুমি আমায়,
              সময় কেন নষ্ট করছো
                মিথ্যে রঙিন আশায়?

          জলদি করো,নেই বেলা যে!
                  সংগ্রহ করো পুণ্য,
             এই দুনিয়া কিছুই তো নয়
                   পরকালের জন্য।

           পাও যদি মহান আল্লাহর দয়া
                    জীবন হবে ধন্য।
             জান্নাতের ওই ফুলবাগানে
                     হবেই অগ্রগণ্য।