শাপলা ফুল, মূল তাহার অতল গহীন,
উৎসুক মন, চাহে অক্ষত-অমলিন।
ছোট শিশুর আবদার, অবশ্যি তোলন!
প্রথম টান কেবলি প্রয়োজন, সাধারণ দর্শন,
আস্ত সায়র জুড়িয়া আলোড়ন; ব্যাপিয়া সারা দিন,
ব্যাপক পরিশ্রম, তবু অনড় সুগঠিত কান্ড।
বহু জন বহু ক্ষণ, করিলো ক্ষেপণ,
না হইলো সাধন, করিয়াও পার কয়েক দন্ড।
শেষমেশ দেয় ছুট ঐ শিশু, তুলিতে তাহা,
ধরামাত্র নধর কচি হস্তে, শুভ সূচনা লভিলো!
অমনি উঠিয়া আসিলো শাপলা, অতি সহজে আহা!
নির্বাক-নিথর সকলে, দৃষ্টি অপূর্ব কুসুম পানে,
কী যে রহস্য মাখা তাহাতে, ভাবিয়া হইলো বিভোর মনে।
***
[মাওলানা মোহাম্মদ মাহ্ফুজুর রহমান (মাদ্দা জিল্লুহুল আলী) প্রণীত 'সোনাকান্দার মাটি' বইয়ে উল্লিখিত সুবিখ্যাত ওলীআল্লাহ্ হযরত আবদুর রহমান হানাফী (রাহমাতুল্লাহি আলাইহি)-এর আবাসভূমি সোনাকান্দা এবং তার পার্শ্ববর্তী গ্রামগুলোর উৎপত্তি ও নামকরণের পেছনে থাকা তৎকালীন কথিত 'কচুঁয়ার বিল' বা, 'কালিদহ সায়র'-কে ঘিরে 'চাঁদ সওদাগরের' প্রাচীন কাহিনী অবলম্বনে।]