তোমাকে ঘিরে অবিরাম ছুটে চলা,
চলে একই পথে ক্রমাগত আবর্তন।
ঘুরে ঘুরে গগনজুড়ে করো আলো সমর্পণ,
না উড়িয়ে কোথাও একটুও ধূলা!
চোখ রাখা যায় না তব পানে চেয়ে,
উজ্জ্বল কিরণে দাও ধাঁধিয়ে, যখন দুপুরবেলা!
মিহি গতিতে আকাশ বেয়ে চলো রাতদিন,
তোমায় মনে করি প্রায়ই, হারালে দিগন্তের ওপারে
প্রতিদিন।
ধরণীটা শক্তি কুড়ায় নানা পথে, ক্রমে জগতে এনট্রপি বাড়ে।
সেই পুরোনো ফোটন কণা দিয়ে বারেবারে,
রূপান্তর চলে এক রূপ হতে আরেক রূপে,
যা আসে সামনে, তারই অবস্থার খাপে।
রবি, এমনিতে কত নীরব তুমি, কিন্তু, তরঙ্গে
বলো যে অচেনা ভাষা!
মনে মনে পাঠালে বার্তা, বলবে কি কথা? দুর্বোধ্যতায় ঠাসা-
তোমার অবস্থার ভাষাটা হয়ে গেলে বোধগম্য,
মানব জানবে রহস্য অপার, জ্ঞানার্জনে হবে আরো
অদম্য!