ঘুরছে খেয়াল চারদিকে,
রটছে কথা ঝকঝকে!
নানান জনে নানা কথা,
বলছে ফেলে ফকফকে!
ক্রমাগত যাচ্ছে বলে,
একজনে বা, বহুজনে।
ইচ্ছেমতো যা খুশি তা,
দিয়ে ব্যথা কারো মনে।
ভুলছো কেন যা করেছো,
আগে-পাছে কী বলেছো?
তোমার মনে যা আসে তাই,
কেন বলো সবজনে ভাই?
উদার হৃদে দয়াল হয়ে,
তুমিও হও সাধু নুয়ে।
তোমার কথা থামলে পড়ে,
দেখবে, শান্তি-সুধা কেমন ঝরে!