প্রভু সৃজিত বিন্দুবৎ ছড়িয়ে থাকা জগতগুলো,
দেখো, তাদের নিয়ে আমরা কেমন মনভুলো!
চারদিকে অসীম পানে ছুটে চলা ক্রমাগত,
একে অপরকে ছেড়ে, যায় সরে অবিরত।
ধরো, একটি বিশ্বে একটি ঘটনা চলমান,
অনুরূপ আরেকটি বিশ্বে সদৃশ মানুষেরা বর্তমান।- অতীত কালে।
তৃতীয় একটা জগত আনো- যারা আছে ভবিষ্যতে! জটিল সময় জালে।
সময় ও কার্য পৃথক সবখানে!
গোচর হলে বাকী দু'স্থানে-
এখানকার অবস্থাটা, তথ্য হলে ফাঁস,
হয়তো,
যারা অতীতে, তারা নেবে ভবিষ্যৎ পূর্বাভাস,
চেষ্টিত হবে অনাকাঙ্খিত কার্য বদলে,
আর, ভাল সব একই থাক,
নয়তো আরো উন্নত হোক-
ব্যাপারটা, পরিকল্পনার আদলে।
আর, যারা সামনে,
তারা হয়তো করবে সতর্ক, ভুল কাজ দমনে,
দেবে পরামর্শ সংশোধনে।
দিন বলে রাত বলে নেই যেথা কিছু,
সেই মহাকাল ধরে চলা পিছু পিছু।
এত আওয়াজ চারিদিকে, কোথা তুমি বলো?
কি পাশের কেউ, নাকি শুধুই শ্রুতিভ্রম, সন্দেহ র'লো!