বাড়ির পেছন,
ভীতু এ মন!
জমাট আঁধার,
কিম্ভূতকিমাকার!
নড়লো কী?
শুধুই ফাঁকি!
নিমিষেই নাই,
ওমা! আমি যাই!
এইমাত্র না,
দেখলাম এটা!
গেলোটা কই?
ওরে সই!
আলোটা জ্বালা!
নাহ্, শিগগির পালা!
হিহ্ হিহ্, দাঁতে লাগে কাঁপন,
কেউই নেই এখানে আপন।
এসে পড়লাম কোথায়,
কিছুই ধরছেনা মাথায়!
আতঙ্কে বুকে দিই থুক,
এ যাত্রায় সাধের প্রাণ বাঁচুক।