একটা শহর বেড়িয়েছি
সেখানে পাড়ায় পাড়ায় আর্তনাদ শুধু
আমাকে ভালোবেসে যাও।
আমার নিশাতুর প্রাণে
তোমার গরম নিঃশ্বাস ঢেলে যাও।
আমি প্রত্যাখ্যান করেছি...
সবকিছুকে প্রত্যাখ্যান করেছি
নিজেকে নাস্তানাবুদ হওয়ার থেকে বাঁচাতে
পালিয়ে এসেছি।
অদৃষ্ট লিখনে...
হয়তো বা তোমারি প্রতীক্ষায়,
তোমার নিস্তব্ধ দুটি চোখে
নিজেকে খুঁজে পাওয়ার প্রতীক্ষায়
দেখেছি হাজার কথা তোমার মনে
দেখেছি আকাশ ভরা একরাশ উজ্জ্বলতা,
তোমার আবেদন..
সম্মান জানিয়েছি তোমার চাওয়া
শুধু কল্পনায়,
আর ভালোবেসেছি একদিন।
একদিন.. দু'দিন.. তিনদিন..
জানতে চাই প্রত্যুত্তরে,
তুমি ভালোবেসেছো কি?