এ কেমন আফরিন হলাম আমি দেখে যাও বিনোদিনী।
যে কলমের শিরদাঁড়া মচকাবে না ভেবেছিলাম
দিব্যি সে পথ বদল করে বিজ্ঞান খুঁজছে,
আমি কান ধরে টেনে এনেছি কতবার।
উথলে যাওয়া দুধের মতো গরম রক্ত
বেঈমানের মতো আমার চোখের সামনেই ঠান্ডা হয়ে গেছে।
আগুন খুঁজেছি,
আগুন জ্বেলেছি,
আগুন আগলেছি।
কিন্তু দেখো, কতটা নিমকহারাম হলে
কেউ তাঁর স্ফুটনাঙ্ক ৫০০০ ডিগ্রি সেলসিয়াসের বেশি বলে।
আমি হিসাব কষে বুঝেছি একদিন সহসা বলে বসবে আমি বর্ণহীন জন্মকাল থেকে।
এ কেমন আফরিন হলাম আমি দেখে যাও বিনোদিনী।
যে ঘুম দিব্যি দিয়ে পালিয়ে ছিল একদিন,
আবার বেহায়া হয়ে এসে গেছে সিঁধ কেটে!
আমার বহু আগে সে বিছানায় বসে থাকে,
আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে,
প্রশ্ন করে-"বলোতো আমি কে?"
আমি ভয়ে কিছুই বলি না।
তবে আমি জানি, এ মুখ
একদিন উত্তরে ঠিক তোমার নাম বলে দেবে।
এ কেমন আফরিন হলাম আমি দেখে যাও বিনোদিনী,
মাথা আমার ঘাড়ে রাখলেও সে আর আমার নেই।
নতুন শব্দ খোঁজা-খুঁজি শিকেই তুলেছে সে কতকাল,
স্বপ্ন দেখতে বললে
মুরুব্বীর মতো চশমার ফাঁক দিয়ে তাকায় আর ভেঙচি কাটে।
তুমি শুধু এসে একটিবার সব কিছু দেখে যাও।
হাহাকার স্তিমিত, তাপহীন জোনাকির রঙে
আলোকিত পথে আমি পিছু পথ ভুলে গেছি।
আমার শরীরের গৃহযুদ্ধ শুরু হয়ে শেষ হয়ে যাচ্ছে।
তুমি শুধু দেশকে দেখছ, দেশকে লিখছ, দেশের জন্য কাঁদছ!
এই আফরিনি সভ্যতার পতনের আগে তুমি শুধু একবার দেখে যাও।
নয়তো সমাজ আমায় ধর্মান্তরিত বলবে...