এসো ,আজও গল্প করি
চাঁদের ছায়ায় তোমার চুলে বিনুনি কেটে।
এসো ,আজও কবিতা শোনাই তোমায় ,
কোমল ঘাসের বিছানায় শুয়ে।
এসো ,আজও স্বপ্নের সাগরে ডুব সাঁতার দিই ,
তোমার অট্টালিকা আর আমার কুঁড়েঘরের ব্যবধান এঁকে।
এই ক'দিনে কতো কথাদের ভিড় জমেছে।
কতো বলা বাকি আছে।
তোমার মনে পড়ে ,সেদিন বিকেলের আবছা রোদে
আমাদের শেষ মুখোমুখি হওয়ার কথা?
আমার চোখে রাতজাগা শুষ্ক মলিনতা ,
আর ,তোমার চোখে ছিল বেহিসাবি আনন্দের বাহার।
যেন পঙ্কিল জলাশয় বর্ষার প্রথম ছোঁয়া পেয়েছে।
যেন খাঁচার পাখি শূন্যে উড়ে ডানার সাধ মেটাচ্ছে।
একঝাঁক শহুরে শব্দের ঝড় বইয়ে
ছিঁড়ে দিলে এ মনের বাঁধন সেদিন,
ধসে গেলো মজবুত ইমারত।
তুমি চলে গেলে।
সজোরে পিছনে ফিরে যখন পা বাড়ালে,
তোমার সিল্কি চুল, লাফিয়ে আমার চিবুক ছুঁয়ে
আঁকড়ে ধরতে চেয়েছিল তখন।
তোমায় বলা বাকি আছে।
আনন্দের কাশবনে ,তুমি যখন সুখের ক্ষণে।
এ আঁখি যুগল তখন সকলের আড়ালে
মৌসিনরামের বর্ষাকে পাল্লা দিয়েছে।
তোমায় বলা বাকি আছে।
বাসের ভিড়ে তোমার গন্ধ চিনে
মন উতলা হয় তোমার সঙ্গ পেতে।
পরক্ষণে তোমার অনুপস্থিতি নিরাশ করে।
তোমায় বলা বাকি আছে।
তবে জানো ,তোমার চলে যাওয়ায় মৃত্যুও আসেনি!
রক্তের রঙও কালো হয়ে যায়নি !
চুল-দাড়ি গুলোও আগাছার মতো বাড়েনি !
প্রশ্বাস কমেনি,শরীরে নোংরাও জমেনি !
এমনকি উন্মাদ ও হয়ে যাইনি !
এসেছে কেবল নিশ্বাসে ধোঁয়া।
আর রাতের বিছানাকে সুখী করতে ,
একটা ঘুমের ঔষধ।
এও তো বলা বাকি আছে...
রচনাকাল- ০৬|০৯|২০১৯