আমার দশটা আঙুল দিয়ে দিলাম।
চাইলে কুড়িটাই নিয়ে যেতে পারো,
  আমি কুড়ি বার যাব তোমার ইশারায়।
আঙুল টানলেন আমার সারা শরীর চলে যাবে
     আমার পা তো ইস্কুলেই যেতে চায়!
সে ক্লাসরুম হোক কিংবা ভোট কেন্দ্র।
আমার গোঁফে রয়েছে মহাকাশের অন্ধকার
আমার গালে রয়েছে চাণক্যের অট্টহাসি
গলায় বিঁধে রয়েছে অর্জুনের শব্দ ভেদী বাণ।
       কথা নেই,প্রতিবাদ নেই,
গলায় দড়ি বাঁধার জায়গাটুকু ও নেই...

তুমি চাইলে আমাকে টুকরো করে নিয়ে যাও
   দশের না হোক দেশের কাজেই লাগি।
    আঙুল আমার, আমার হল না গো-
   তোমার কাছে এগুলোই তো দামি।