এ নৈশ্য যাপন ক্লান্তিহীন ।
লুটোপুটি খাওয়া চাঁদের তলে
স্পর্ধা বাড়ে আফরিনি চাওয়া,
শান্ত বাসে ছয় খানা চোখ রাস্তা গোনে ।
আমি তারাদের পিছে ফেলে চলে যাই ।
বিন্দু শিশির নাক ছুঁতে চায়
চামড়ার জ্যাকেট অজানার ভয়ে আঁকড়ায়
জ্যান্ত উল্লাস মাইলফলকের হিসাব রাখে না ।
এ রাত ক্লান্তি হারা ,
ভ্রূ-তে পড়েছে টান,
কালোতে কালোময় পথে
আমার গন্ধটুকু জমার খাতায় লিখে রাখা ।
কতো মায়াবী অনুভূতি, আহ্ !
চাহিদা একটাই,
পাশের ঘুমন্ত বৃদ্ধাটি যদি তুমি হতে...
{রচনাকাল- ৩০|১১|২০১৯ (রাত্রি ১১.২১)}