আমি মরে যেতে চাই,
নতুবা হবো একেবারে উন্মাদ ।
এমনই উন্মাদ যেমন ধরো,
একদিন চাঁদ পাড়ার আশায় ঝাঁকড়া চুল চুলকে মই বানাতে বসলাম ।
অথবা ,একটা পিঁপড়ে ধরে
দশ কিলোমিটার দূরে ছেড়ে দিলাম,
হামাগুড়ি দিয়ে দেখতে থাকলাম সে কীভাবে বাড়ি ফিরছে ।
খিদে পেলে- পাত্র বাড়ির ভাতের হাঁড়ি তুলে লাগালাম দৌড় ।
দিন পেরোলে- বিকেলের আঙুল হিঁচড়ে বায়না ধরলাম-" শুধু একটা দিন ওভার্ ডিউটি হয়ে যাক।"
আচমকা আকাশে চাঁদকে দেখে!
মই আনতে ছুটতাম বাঁশ বাগানে ।
তারপর রাতে, মশাদের ফাঁকি দেওয়ার কারণ জানতে লণ্ঠন হাতে জঙ্গলে বেরোতাম ।
পৃথিবীর সেরা উকুনের ফলন মাথায় নিয়ে পাইকার খুঁজতাম চড়া দামে বিক্রির প্রত্যাশায় ।
গোটা কতক শালুক ডাঁটা গলায় ঝুলিয়ে
পাড়ায় পাড়ায় হেঁকে বেড়াতাম -
"দেখে যাও গো... সাপের খেলা..."
লাঠি, ঝাঁটা খেয়ে মাঝ রাস্তায় শুয়ে ধর্মঘট ডাকতাম অনশনের ।
আর হঠাৎ সুন্দরী মেয়ে দেখলে,
স্কুটির পিছনে চেপে বসে বলতাম- "আমায় একটু হিমালয়ের বড়ো চূড়াটায় নামিয়ে দিও তো ।"
(২৪|১১|১৯)