তারকাঁটা ঘেরাটোপে মায়াদের বেড়াজাল
আমায় যে ছুঁয়েছে পেয়েছে বিস্ময় ।
তবু ক্লান্ত তীর ,জোছনা শ্রান্ত নদী
আমার দীপশিখা হীন দিগন্ত,
ছাই জমানো আস্তাকুঁড় হেয় করে চলে ।
প্রতিপক্ষের ভিমরুল চাক
আমার একটা শুধু শান্ত পাহাড়,
দুটো সবুজ ধান, চারটে কবিতার বই
বিস্তীর্ণ অবকাশে পাশ ফিরে শোয় ।
আমায় যে ছুঁয়েছে পেয়েছে বিস্ময় ।
তোমাদের দরবারে আমার ঘুমন্ত দেহ,
শিশির কাকলির সুরেলা বাতাস
এলারাম্-এর ঘড়ি হয়ে বেজে ওঠে,
স্বপ্ন দেখি সমাধিতে কি নাম লেখা হবে!
এই যে মরে গেছি আমি ।
কোলাহল ওঠে আফরিন.. আফরিন..,
উর্দুর শহর খুঁজে যে নাম পেয়েছো তুমি...
একশো বছর পর যদি খুঁজে পাও এই লেখা খানি,
আমার আত্মা আন্দোলিত হবে দুইবার-
'বেঁচে আছি ।'
05 August, 2021