ঐ দেখো,চেয়ে দেখো,
ঘর গোছানো হয় গেল ওদের
মৌমিতা,মৌসুমী,পাপিয়া,কার্তিক,সুতপা'দের...
মনে আছে?
বিনয়দা'কেই লক্ষ্য মানবো। কথা ছিল।
ওরা সব বিনয়'দাকে ও ছুঁয়ে দিল।
আমরা মাঝপথে পিছিয়ে গেলাম,
তুমি কুকুরে ডাক শুনলে ছুটে গেলে।
বিড়াল ডাকল সেখানেও গেলে।
শেষ পর্যন্ত হাতি,কুমির,ডলফিন-
ক্যাঙ্গারুর পিঠে চড়ে দাঁপিয়ে বেড়ালে অষ্ট্রেলিয়া।
আমি ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলাম,
বসলাম,শুলাম,ঘুমোলাম,ডাংগুলি খেললাম।
তুমি কোথায় গেছ?
বাড়ি ফিরেছো?
বাইপাসে হাঁটছো?
কীর্তন শুনছো?
(আমি)দৌড়াচ্ছি,ভীষন জোরে দৌড়াচ্ছি।
আর... আর... আর...
কী জানি কদ্দুর বাকি।